এই সময় ডিজিটাল ডেস্ক: কাহানি ২: দুর্গা রানি সিং-এর সাড়া জাগানো ট্রেলারের পর এবার প্রকাশিত হল ছবিটির প্রথম গান, মেহরাম।
মর্মস্পর্শী এই গানের মাধ্যমে দুর্গা (বিদ্যা বালন) এবং তাঁর মেয়ের এক সুন্দর সম্পর্ক দেখানো হয়েছে। অরিজিত্ সিং-এর গাওয়া এই গানে মা আর মেয়ের সম্পর্কের নানা মুহূর্তের কথা উঠে এসেছে। এই গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সুর দিয়েছেন ক্লিন্টন সেরেজো।
সুজয় ঘোষ পরিচালিত এই ছবিতে বিদ্যা বালন ছাড়াও দেখা যাবে অর্জুন রামপালকে। ২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে কাহানি ২: দুর্গা রানি সিং।
No comments:
Post a Comment